রাজধানীতে দিনে-দুপুরে যুবককে গুলি করে হত্যা

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

রাজধানীতে দিনে-দুপুরে যুবককে গুলি করে হত্যা

প্রকাশ্য দিবালোকে রাজধানীর দক্ষিণখানে আব্দুর রশিদ নামে এক ব্যবসায়ী যুবক নিহত হয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের শটগানের গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৪ মার্চ) সকালে ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হলে এ ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনার সাথে জাপানি হান্নান নামে এক ব্যক্তির জড়িত থাকার কথা আমরা শুনেছি। এলাকায় ময়লার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এই ঘটনা বলে জানিয়েছে স্থানীয়রা।

এ দিকে, ঘটনার পর অভিযুক্ত হান্নানসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি নিহতের লাশ স্থানীয় কেসি হাসপাতালে রাখা হয়েছে।

এ ব্যাপারে দক্ষিণখান থানার ডিউটি অফিসার নুরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট