জৈন্তাপুর থেকে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

জৈন্তাপুর থেকে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের লামা শ্যামপুর গ্রাম থেকে ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তবে এসময় চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাওকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিক্স, জুতা, কাপড়সহ বিভিন্ন পণ্য। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য দশ লক্ষাধিক টাকা ও জব্দকৃত পিকআপের মূল্য আনুমানিক এগার লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুতফুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাফলং সীমান্ত দিয়ে চোরাচালান পণ্য ভর্তি পিকআপ সিলেট শহরে আসার গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে জৈন্তাপুর থানাধীন শুক্রবারি বাজারে চেকপোস্ট পরিচালানাকালে ডিবি পুলিশের উপস্থিতি দেখে চোরাচালানে জড়িতরা দ্রুত পিকাআপ গাড়ি (সিলেট মেট্রো-ন-১১-০৭৫৫) বিপরীত দিকে ঘুরিয়ে হরিপুর বাজারের ভিতর দিয়ে লামা শ্যামপুর এলাকায় যেতে থাকে।

সাথে সাথে ডিবি পুলিশের টিম চোরাকারবারিদের পিছু নেয়। এক পর্যায়ে চোরাকারবারিরা লামা শ্যামপুর মাদ্রাসার মাঠে পিকাআপ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে পিকআপে থাকা চোরাচালান পণ্য সমূহ উদ্ধার করে জব্দ করে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। পলাতক আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।