খালেদাকে রাখার কারাগার এ দেশে তৈরি হয়নি : দুদু

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৬

খালেদা জিয়াকে রাখার মতো কারাগার দেশে এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, খালেদা জিয়া কারাগারকে ভয় পায় না। তাকে গ্রেপ্তার করা হলে দেশে গণঅভ্যুত্থান ঘটবে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মিথ্যা জন্মদিন’ পালনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণতন্ত্রের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা। তাকে গ্রেপ্তার করা হলে গণঅভ্যুত্থান সৃষ্টি করার মত যা যা প্রয়োজন তা আমরা করবো। তাকে অনীহা করা দেশের স্বাধীনতাকে অনীহা করা। আমি সরকারকে বলব এই গ্রেপ্তারি পরোয়ানাই তুলে নেয়ার পাশাপাশি তার সঙ্গে আলোচনায়ও বসার ব্যবস্থা করতে হবে।’

বিএনপি নির্বাচন চায় জানিয়ে দুদু বলেন, ‘বিএনপি নির্বাচন চায়, তবে সেই নির্বাচনে আওয়ামী লীগ রেফারি হলে চলবে না। একজন নিরপেক্ষ, সৎ মানুষের অধীনে নির্বাচন দিতে হবে। যিনি সাদাকে সাদা ও কালোকে কালো বলতে পারবে। আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন হলে তা মেনে নেবে না বিএনপি।’

জাতীয় শোক দিবসে জন্মদিন উদযাপন কোনো অন্যায় কাজ নয় মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘১৫ আগস্ট নিয়ে আওয়ামী লীগ অতিপ্রতিক্রিয়া দেখায়। ১৫ আগস্ট কোন শিশু জন্ম নিতে পারবে না? হাসতে পারবে না?’

তিনি বলেন, ‘ভারত তো এই দিনে স্বাধীনতা দিবস পালন করে। তাদেরকে তো কিছু বলা হয় না।’

চলতি বছরের ৩০ আগস্ট ঢাকার একটি আদালতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগ এনে মামলা করেন আওয়ামীপন্থী সাংবাদিক গাজী জহিরুল ইসলাম। এই মামলায় বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, এ বি এম মোশারফ হোসেন প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট