মোজাম্বিকে তেলবাহী লরি বিস্ফোরণে নিহত ৭৩

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৬

মাপুতো : জ্বালানি তেল বহনকারী একটি লরি মালাওয়ি শহর থেকে বেইরাতে যাওয়ার পথে বিস্ফোরণে ৭৩ জন নিহত হয়েছে।লরি থেকে জ্বালানি তেল নেয়ার সময় মালাওয়ির সীমান্তবর্তী টেটে প্রদেশের কাপহিরিদজাঙ্গ গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, বিস্ফোরণে শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।

অপর এক প্রতিবেদনে বলা হয়, তেল পরিবহনকারী ট্রাকটি দুর্ঘটনায় পতিত হলে স্থানীয়রা এর নির্গমন নল থেকে তেল নেয়ার চেষ্টা করে। আর সে সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির তথ্যমন্ত্রী জাওয়া ম্যানেসেস অবশ্য ধারণা করছেন, লরিটিতে স্থানীয়রা হামলা চালিয়ে তেল নেয়ার চেষ্টা করছিলেন। এ সময়েই বিস্ফোরণ ঘটে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছেন তিনি।

সূত্র : বিবিসি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট