নেতৃত্ব বিনাশে মেতে উঠেছে সরকার : আব্দুল মান্নান

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

1342১৬ নভেম্বর ২০১৬, বুধবার ।। সরকার তরুণ নেতৃত্বকে বিনাস করে ভবিষ্যৎ রাজনীতি ধ্বংস করার প্রচেষ্টায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন,   যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান। 

তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরূদ্ধার করার সংগ্রাম সফল করতে যুবদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

1341বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার বলেন, বর্তমান সরকারের নির্যাতন দমন নিপীড়নের বিরুদ্ধে যুবদল নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তেতলী ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা মোঃ নুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা কৃষক দলের সভাপতি ফরিদ উদ্দিন, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, দক্ষিন সুরমা উপজেলা যুবদল নেতা সোনাহর আলী সোহেল , সামছুল ইসলাম টিটু , কাউসার আহমদ নামর, রাসেল আহমদ ।

মতবিনিময় সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জুবেল আহমদ, আলী আকবর সুমন, আব্দুর রহিম, মিজান উদ্দিন রাফি, মোঃ জসীম উদ্দিন, শাহাব উদ্দিন, আজির আহমদ, আব্দুল জলিল, জায়েদুল ইসলাম, শাহিদ আহমদ তালুকদার, ইসলাম উদ্দিন, মোঃ রুহেল, আব্দুল হামিদ, আবু সালেহ, রুবেল মিয়া, তারেক হোসেন, মোঃ নুর উদ্দিন, ইমরান মিয়া, সোহেল আহমদ, আতিকুর রহমান, মোঃ জাকির মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট