১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে মেরামত কাজের সময় বিদ্যুৎ সংযোগ দিলে শাকিল সরকার নামে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। আহত শাকিলের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাকান্দি চেচুয়া বাজার এলাকায়।
শনিবার (১৯ ডিসেম্বর) সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই শ্রমিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া বিদ্যুতের লাইন থেকে পড়ে যাওয়ায় কয়েকটি রড তার মাথা ও ঘাড়ে ঢুকে গেছে। ফলে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। অস্ত্রোপাচার শেষে তার অবস্থা বলা যাবে।
এদিকে মেরামত কাজে দুর্ঘটনার কারণে রাত সাড়ে সাতটা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো পুরো সিলেট নগরী। ফলে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।
এর আগে সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল থেকে সিলেট নগরীর সব এলাকাসহ সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কিছু অংশে এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছিল বিউবি
জরুরি এই মেরামত কাজের শেষ পর্যায়ে এই দুর্ঘটনা ঘটায় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দুর্ভোগ পোহাতে হয়েছে।
আহত শাকিল সরকারের ভাতিজা আকাশ মিয়া জানান, সকাল ৭টা থেকে পুরো সাবস্টেশন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৩৩ কেভি বাসের মেরামত কাজ করছিলেন ১৭ জন শ্রমিক। বিকেল সাড়ে তিনটার দিকে আমাদের লোক লাইনে থাকাবস্থায় সাব স্টেশন থেকে বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়। এসময় ৩৩ কেভি বাসে থাকা শাকিল সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্টেশনের মূল গেইটের উপর পড়ে যান। এসময় গেইটের উপরে থাকা তিন চারটা রড তার মাথা, ঘাড় ও পিঠে ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে আমরা তাকে হাসাপতালে নিয়ে আসি। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া মাথা দিয়ে রড ঢুকে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী সিলেট সদর উপজেলা যুবলীগের সভাপতি দুলাল আহমদ জানান, আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দেখি একজন শ্রমিক তারে ঝুলছেন ও একজন গেইটের উপরে পড়ে আছেন। আমরা উদ্ধার করে তাকে হাসপতালে পাঠিয়েছি। আরেকজন শ্রমিক তারের মধ্যে ঝুলন্ত ছিলেন বলে দাবি করেন তিনি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন জানান, মেরামত কাজ শেষে একজন শ্রমিক নামতে গিয়ে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, শ্রমিককে লাইনে রেখে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, কাজ শেষে সে নামতে গিয়ে পড়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D