৭ কোটি টাকা ব্যায়ে ৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

প্রকাশিত: ৫:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

৭ কোটি টাকা ব্যায়ে ৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট ৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধ পরিকর। মুজিব বর্ষ উপলক্ষে স্বপ্নের পদ্মা সেতু ৪১টি স্প্যান বসানোর মাধ্যমে প্রমাণ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় এবং কাজে বিশ্বাসী। এই বিশাল সেতুটি নির্মাণ কাজ করতে গিয়ে অনেকে বলেছিলেন পদ্মা সেতু করা সম্ভব নয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশের নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ করা সম্ভব হয়েছে। তাছাড়া দেশের প্রতিটি এলাকায় যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সহ সকল স্তরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এরই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকায় আমার প্রচেষ্টায় সরকারের পরিকল্পিত উন্নয়ন যাথাযথো ভাবে বাস্তবায়ন হচ্ছে। সরকারের এসুযোগ সুবিধা জনগণ ভোগ করতে সক্ষম হয়েছেন।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১২ ডিসেম্বর শনিবার দিনব্যাপি দক্ষিণ সুরমা উপজেলার ৭ কোটি টাকা ব্যায়ে ৪টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শহীদুর রহমান সাহিন, মোগলাবাজার থানার ওসি মোঃ ছাহাবুল ইসলাম, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক মুহিদ হোসেন, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, বিশিষ্ট মুরব্বী আব্দুস সালাম, শিক্ষক সেলিনা আক্তার, আওয়ামীলীগ নেতা আছহাব আহমদ, তুয়াজিদুল হক তুহিন, লায়েক আহমদ জিকু, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, হেলাল আহমদ, আবুল হোসেন, জাকারিয়া উল হক, ছাত্রলীগ নেতা জয়ন্ত রোপন গোস্বামী তাওহিদুল হাসান হিবলু, মাহমুদুল হাসান বাবলু প্রমুখ।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৩ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে লালাবাজার-বিবিদইল- জালালপুর জিসি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন, ১ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যায়ে নাজির বাজার-হকিয়ারচর সড়ক ভিত্তি প্রস্তরস্থাপন, ৯৪ লক্ষ টাকা ব্যায়ে রাজিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও ৫৬ লক্ষ টাকা ব্যয়ে আমেরতৈল- কাদিপুর- রায়খাইল সড়কের উদ্বোধন করেন।

Manual4 Ad Code


 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code