বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৯ নভেম্বর

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলার ঘটনায় করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছে আদালত।

মঙ্গলবার সকালে চার্জশিট গ্রহণের পর হামলাকারী বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠনের গুনানি ২৯ নভেম্বর ধার্য করা হয়েছে।

এর আগে হামলার ঘটনার এক মাস পাঁচ দিন পর গত ৮ নভেম্বর চাঞ্চল্যকর এ মামলার চার্জশিট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মহানগর পুলিশের শাহপরান থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ।

চার্জশিটে একমাত্র আসামি করা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র (বহিষ্কার) এবং একই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমকে।

উল্লেখ্য, ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগম নার্গিস পরীক্ষা দিতে যান এমসি কলেজ কেন্দ্রে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওইদিন পরীক্ষা শেষে কলেজ ক্যাম্পাসে খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল।

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট