এড. আফসরের উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬

অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরর্শীল অর্থনীতি গড়ে তোলা এবং যুব সমাজের ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন যুবলীগ নেতা এড.আফছর আহমদ।
খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগ নেতা এড.আফছর আহমদের উদ্যোগে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার রাতে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুবলীগ নেতা এড. আফছর আহমদ বলেছেন, অপরাজনীতিবীদ, দুর্নীতিবাজরা দেশ ও জাতির শত্রু, এদের প্রতিহত করতে হবে।
২৩ বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বর্তমানে ক্ষমতায় রয়েছে। জাতির প্রয়োজনে বর্তমান সরকারকে ক্ষমতায় টিকেয়ে রাখতে হবে।
কেক কাটা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগ নেতা খালেদ আহমদ উসমানী, সুহেল আহমদ, জামাল উদ্দিন, ইউনুস আহমদ, আইনুদ্দিন, আলাউদ্দিন, শাহীন আহমদ, তুহিন আহমদ, শেনাজ আহমদ, বাদশাহ মিয়া, জাকির আহমদ, সেলিম আহমদ, আব্দুর রহমান, রনি আহমদ, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম, রুবেল আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট