নয়া পল্টনেই সমাবেশ করবে বিএনপি : রিজভী

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০১৬

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশের অনুমতি সাপেক্ষে মঙ্গলবার অথবা ৯ নভেম্বর এই কর্মসূচি পালন করা হবে।

সোমবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ সমাবেশের ঘোষণা দিয়েছেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আমরা বিপ্লব ও সংহতি দিবসের জন্য পুলিশী অনুমতি চেয়ে তাদের কাছে আবেদন করেছি। কিন্তু এখনো অনুমতি পায়নি। আশা করছি আমরা পুলিশী অনুমতি পাব।

তিনি আরো বলেন, সমাবেশকে সফলের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা নয়া পল্টনেই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবো।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হাবিব, আব্দুস সালাম, আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট