ছাত্রদল নেতা হানুর ইসলাম ইমনের উপর সন্ত্রাসী হামলা : বিএনপির নিন্দা

প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি হানুর ইসলাম ইমনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানান তারা।
রবিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- শনিবার সন্ধ্যা রাতে শহীদ জিয়া স্মরনে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে বাসায় ফেরার পথে কতিপয় সশস্ত্র সন্ত্রাসী ছাত্রদল নেতা হানুর ইসলাম ইমন ও আব্দুর রহমান সাইজুলের উপর হামলা চালায়। সন্ত্রাসীদের উপুর্যপুরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয় দুই ছাত্রনেতা। হানুর ইসলাম ইমনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে জরুরী ভিত্তিতে ঢাকায় প্রেরন করা হয়। ছাত্রদল নেতার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তারা।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট