দক্ষিণ সুরমার চিছরাকান্দিতে ভূমি বিরোধের জের ধরে শতাধিক গাছ কর্তন

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

দক্ষিণ সুরমার চিছরাকান্দিতে ভূমি বিরোধের জের ধরে শতাধিক গাছ কর্তন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন রেঙ্গা হাজীগঞ্জের চিছরাকান্দি গ্রামে ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন শতাধিক গাছ কর্তন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে চিছরাকান্দি গ্রামের মৃত ইর্শাদ আলী উরফে ইরফান আলীর ছেলে তাজুল ইসলাম উরফে তাজ উদ্দিন বাদী হয়ে একই গ্রামের লিয়াকত আলীর ছেলে সাহেদ আহমদ, আরব আলীর ছেলে হুশিয়ার আলী, আনছার আলী ও নিজাম উদ্দিন, ওয়ারিছ আলীর ছেলে জাকির হোসেন সেবুল, ওয়াহিদ আলীর ছেলে সুরুজ আলী গংদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সূত্রে জানা যায়, তাজুল ইসলাম উরফে তাজ উদ্দিন গংদের ফারংপাশা মৌজার ৩৪৯১ ও ৩৪৯২নং দাগে মৌরশী ২৭ শতক ভূমিতে মাছের ফিসারি ও গাছের চারা রোপণ করেছেন। দীর্ঘদিন ধরে উপরোক্ত বিবাদীগণ উক্ত ভূমি দখলের পায়তারা সহ ক্ষয়ক্ষতি, অশ্লিল ভাষায় গালিগাল ও প্রাণনাশে হুমকী দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২ অক্টোবর শুক্রবার গভীর রাতে বিবাদীগণ সংঘবদ্ধ হয়ে তাজ উদ্দিনের ভূমিতে রোপনকৃত শতাধিক গাছ কর্তন করেছে।


শনিবার সকালে ভূমির মালিকগণ গাছ কর্তন অবস্থায় দেখতে পেয়ে এলাকার মুরব্বিয়ান ও মোগলাবাজার ইউপি মেম্বার সাইফুল ইসলামকে ঘটনাটি অবগত করেন। পরে এ ব্যাপারে তাজ উদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আলাপকালে মোগলাবাজার থানার আফিসার ইনচার্জ সাহাবুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বাদী-বিবাদী উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টির আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।