১০ টাকা কেজির চাল নিয়ে খালেদা জিয়ার টুইট

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ক্ষেত্রে হরিলুট চলছে। গরিবেরা বঞ্চিত হচ্ছেন।

বৃহস্পতিবার রাতে এক টুইটে খালেদা জিয়া এই অভিযোগ করে বলেন, ‘হতদরিদ্রদের নামে বরাদ্দ করা ১০টাকা কেজি দরের চাল সারা দেশে আওয়ামী লীগের সচ্ছল লোকেরা লুটেপুটে খাওয়ার সংবাদে আমরা লজ্জিত ও স্তম্ভিত।’

বিএনপি চেয়ারপারসন আরো বলেন, ‘আমরা সরকার পরিচালনার সময়ে মোটা চালের দর ২০০৭ সাল পর্যন্ত কেজিপ্রতি ১৪/১৫ টাকায় সীমিত রেখেছি। কখনো একটু দাম বাড়লে বা অনটনের সময়ে আমরা হতদরিদ্রদের জন্য বিনা মূল্যে খয়রাতি সাহায্যের পাশাপাশি কম দামে চাল খোলাবাজার বিক্রি বা ওএমএস চালু করেছি।

তাতে গরিবরা পাঁচ কেজি পর্যন্ত চাল কম দামে কিনতে পারতো। এখন শুধু কার্ডধারীদের জন্য ১০ টাকা কেজিতে চাল দেওয়ার নিয়ম করে সেই কার্ড শাসক দলের সচ্ছল লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে চলছে হরিলুট। গরিবেরা বঞ্চিত হচ্ছে। গরিবের মুখের গ্রাস এভাবে কেড়ে নিয়ে লুটে খাওয়ার সুবিধা বিনা ভোটের সরকার করে দিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট