প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর দক্ষিণ উপজেলা যুবদলের কর্মসূচি পালন

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের শামীম বলেছেন, অবৈধ আওয়ামী সরকারের নানামুখী ষড়যন্ত্র আর হামলা-মামলা শহীদ জিয়ার আদর্শের দল বিএনপিকে ধ্বংস করতে পারবে না। জনগণকে সাথে নিয়ে জিয়ার সৈনিকরা যখন তীব্র গণআন্দোলন গড়ে তুলবে, তখন এই সরকারকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। আর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে বিএনপি প্রমাণ করবে, শহীদ জিয়ার আদর্শের লড়াকু সৈনিকরা দেশের ক্রান্তিকালে ঘরে বসে থাকেনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল (২৭ অক্টোবর) বৃহস্পতিবার রাতে স্টেশন রোডস্থ কার্যালয়ে সিলেটের সদর দক্ষিণ উপজেলা যুবদল আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা যুবদল সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, যুগ্ম সম্পাদক শাহ মাহমুদ আলী ও দফতর সম্পাদক আশরাফুল ইসলাম বাহার। উপজেলা যুবদল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মইনুল ইসলাম মঞ্জুর, মকসুদুল করিম নুহেল, মুস্তাক আহমদ, আব্দুল মুক্তাদির খান, ফখরুল ইসলাম, চান্দ আলী, শাহ জুনেদ, সালেক আহমদ, দেলওয়ার আহমদ, ফয়ছল আহমদ রিপন, সুমন আহমদ, আশরাফ আহমদ, সেবুল আহমদ, ইমরান আহমদ, সুরুজ আলী, মামুন আহমদ, আজাদুর রহমান, জয়নাল আহমদ, এনাম আহমদ, হেলাল সওদাগর, ছইল মিয়া, লেবু মিয়া, ইলিয়াছ আলী, রুবেল আহমদ, জয়নুল আহমদ, আব্দুর রহমান মনছুর, মুন্না আহমদ, শাহীন আহমদ, সুহেদ আহমদ, আতিক আহমদ, হাসান আহমদ, আব্দুল হাদী, আমীন উদ্দিন, বিপুল মিয়া, সাব্বির আহমদ প্রমুখ।
এরআগে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ কেক কেটে যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভসূচনা করেন।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট