স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

শফিউল বারী বাবুকে সভাপতি, ও আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এই আরো কয়েকটি পদের নাম ঘোষণা করা হয় তারা হলেন- মোস্তাফিজুর রহমান সিনিয়র সহ-সভাপতি, গোলাম সারোয়ার সহ-সভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরাজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আলী সাংগঠনিক সম্পাদক।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. শফিউজ্জামান খোকন বিএনপি গঠনতন্ত্রে এক ব্যক্তির এক পদ বিধানের প্রেক্ষিতে সংগঠনের সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি নেয়ার কারণে বিএনপি চেয়ারপারসনের নির্দেশক্রমে সাদেক আহমেদ খানকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হিসেবে বিএনপি গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মহোদয় মনোনীত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট