এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সাংগঠনিক সম্পাদক পদে পুনর্বহাল

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদ পেলেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক পদে এনামুল হক শামীম ও ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরীর নাম ঘোষণা করেছেন নতুন সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের। এই পদে বাকি ৬টি নাম পুরনো। তারা হলেন আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল, মিসবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী।
ধানমণ্ডির আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর কার্যালয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে এ ঘোষণা দেন সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের।
এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে বহাল থাকছেন তা সোমবার রাতেই আভাস পাওয়া গিয়েছিলো। সাংগঠনিক সম্পাদক পদে মিসবাহ সিরাজের হ্যাট্টিক করলেন। এ খবরে সিলেটে তাঁর সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট