গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দৃঢ় মনোবল চাই

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

নবগঠিত জাতীয়তাবাদী মহিলা দল এবং নেতৃবৃন্দের সার্বিক সাফল্য কামনা করে বর্তমান ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আগামীর আন্দোলন সংগ্রামে প্রত্যেক নেতাকর্মীকে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-নবগঠিত জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা জাতীয়তাবাদী মহিলা দল ঐক্যবদ্ধ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জোরালো ভূমিকা পালন থেকে কখনোই পিছপা হবে না।

সোমবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থিত জাতীয়তাবাদী মহিলা দলের কার্যালয়ে শুভেচ্ছা জানানোর সময় মাহিলা দলের নেত্রীদের উদ্দেশ্যে তিনি এ সব কথ বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি, বিএনপি নির্বাহী কমিটির সদস্য শাহানা রহমান।

অনুষ্ঠানে রুহুল কবির রিজভীও জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা জানান।