২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬
সারা দেশের ২৮ জন পুলিশ সুপারকে (এসপি) বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার বিকেলে মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনটি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটেও রয়েছে। প্রজ্ঞাপনের আদেশে চুয়াডাঙ্গার এসপি মো. রশীদুল হাসানকে জয়পুরহাটে, কুড়িগ্রামের এসপি মোহাম্মদ তবারক উল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (ডিসি) হিসেবে, শেরপুরের এসপি মো. মেহেদুল করিমকে কুড়িগ্রামে, পাবনার এসপি মো. আলমগীর কবীরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি), ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ সাইদুর রহমান খানকে গোপালগঞ্জের এসপি, গোপালগঞ্জের এসপি এস এম এমরান হোসেনকে ডিএমপির ডিসি, ফরিদপুরের এসপি মো. জামিল হাসানকে ডিএমপির ডিসি, ঢাকার এনটিএমসির ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর এ কে এম ইকবাল হোসেনকে কক্সবাজারের এসপি, রাজবাড়ীর এসপি জিহাদুল কবিরকে পাবনার এসপি, ঢাকা এপিবিএন ১১-এর এসপি সালমা বেগমকে রাজবাড়ির এসপি, ময়মনসিংহ মুক্তাগাছার ২য় এপিবিএনের অধিনায়ক মো. মুনিবুর রহমানকে মাগুরার পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের এসপি মোহাম্মদ নজরুল হোসেনকে ময়মনসিংহ মুক্তাগাছার এপিবিএন ২-এর অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মো. আবদুর রহমান খানকে টুরিস্ট পুলিশের এসপি, জয়পুরহাটের এসপি মোল্যা নজরুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, ঝালকাঠীর এসপি সুভাষ চন্দ্র সাহাকে ফরিদপুরের এসপি, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গার এসপি, মাগুরার এসপি এ কে এম এহসান উল্লাহকে নৌ পুলিশের এসপি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি শেখ মো. মিজানুর রহমানকে রাজশাহীর আরআরএফ কমান্ড্যান্ট হিসেবে, রাজশাহীর আরআরএফ কমান্ড্যান্ট বি এম হারুন অর রশীদকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি, কক্সবাজারের এসপি শ্যামল কুমার নাথকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) ডিসি হিসেবে, এসএমপির ডিসি মো. মুশফেকুর রহমানকে, হাইওয়ে পুলিশের এসপি, হাইওয়ের এসপি শাহীনা আমিনকে এপিবিএন ১১-এর অধিনায়্ক।
নৌপুলিশের এসপি জোবায়েদুর রহমানকে ঝালকাঠীর এসপি, ঢাকা রেঞ্জ ডিআইজির অফিসের এসপি সৈয়দ হারুন অর রশীদকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির অফিসের এসপি, টুরিস্ট পুলিশের এসপি মো. আসাদ উল্লাহ্ চৌধুরীকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসএস, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে ডিএমপির ডিসি, এসবির এস এস সুলতানা নাজমা হোসেনকে ঢাকা রেঞ্জ ডিআইজির অফিসের এসপি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মো. রফিকুল হাসান গনিকে শেরপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া এনটিএমসির ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর একেএম ইকবাল হোসেন এবং কক্সবাজারের এসপি শ্যামল কুমার নাথের বদলির আদেশ আগামী ১২ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বাকিদের বদলির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বেশ কয়েকটি বিভাগে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D