দুই বছর পর বাড়িতে ইদ করবেন খালেদা জিয়া

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২০

দুই বছর পর বাড়িতে ইদ করবেন খালেদা জিয়া

দুই বছর পর এবারের করোনাকালের অন্য রকম ইদ বাড়িতে উদযাপন করবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এর আগের চার ইদ কারা হেফাজতে কাটিয়েছেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজা হওয়ার পর কারা হেফাজতে ছিলেন বেগম খালেদা জিয়া। চলতি বছরের ২৫ মার্চ মুক্তি পাওয়ার আগে টানা চারটি ইদ কারা হেফাজতেই কাটিয়েছেন তিনি। মুক্তি পাওয়ার পর থেকে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসায় আছেন।

দলীয় সূত্র জানিয়েছে, নিজের বাসায় ইদ করলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। দলীয় নেতাকর্মীদেরও বাসায় আমন্ত্রণ থাকবে না।

এর আগে এক-এগারোর সময়েও দুই ইদে কারাগারে ছিলেন খালেদা জিয়া।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট