১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬
সিলেট মহানগর জাতীয় পার্টির ৭১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর ধোপাদিঘীরপারস্থ পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ।
সিলেট-২ আসনের সংসদ সদস্য, দলের যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে আহবায়ক ও অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুমকে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে স্থান পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ টিয়া, মুহিদুর রহমান, অ্যাডভোকেট আবুল হাসান, মাদেকুর রহমান সাদেক ও মৌলভী আবুল কালাম দুলাল আহমদ। সদস্য- এটিইউ তাজ রহমান (প্রেসিডিয়াম সদস্য), আতিকুর রহমান আতিক (প্রেসিডিয়াম সদস্য), অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ (কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান), সেলিম উদ্দিন এমপি (বিরোধী দলীয় হুইপ), আব্দুল্লাহ সিদ্দিকী (জেলা আহ্বায়ক), সাব্বির আহমদ (সাবেক উপজেলা চেয়ারম্যান), অ্যাডভোকেট কাজী আশরাফ উদ্দিন, সাবেক সংসদ সদস্য সোরফ উদ্দিন খছরু, সাবেক কমিশনার আব্দুস সামাদ নজরুল, অ্যাডভোকেট মো. এবাদুল হক, অ্যাডভোকেট ফয়জুর রহমান চৌধুরী শাহীন, অ্যাডভোকেট সিরাজুল হক, এহসানুল হক চৌধুরী, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সিরাজ উদ্দিন খান, ইব্রাহিম আলী খান, আফছার বক্স, অ্যাডভোকেট আব্দুল হান্নান, সুফিয়ান আহমদ খান, সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, মাহবুবুর রহমান মাহবুব, এনামুল হক মোর্শেদ খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট কাজী মুশাররফ রাশেদ, ইউসুফ সেলু, এম.বরকত আলী, অ্যাডভোকেট বজলু মিয়া, ওসমান মিয়া, ছালেক আহমদ লাহির, মাহমুদুর ইসলাম, হেলাল আহমদ তালুকদার, মইনুল ইসলাম হাওলাদার, আফতাব মিয়া, আব্দুল আলী, আজমল আলী, আব্দুল মালিক, বজলুল হক চৌধুরী, আব্দুল কাইয়ুম, আবু হাফেজ চৌধুরী, শওকত আলী, আব্দুল মুমিন তালুকদার, ইমরান আহমদ, রেশমা আক্তার, মুক্তা বেগম, আব্দুল কাদির রানা, গয়েশ্বর চন্দ্র রায়, অপু রানা সেন নারায়ন, আব্দুল আহাদ রাসেল, আব্দুল হান্নান রুমন, মিন্টু মিয়া, সৈয়দ আলী, আবুল কাশেম, নূর মিয়া, বাবুল চৌধুরী, কয়েজ আহমদ, আছাদ উদ্দিন, ইকবাল আহমদ, ইসরাত জাহান, শহিদুর রহমান তাহের, গুলজার আহম্মেদ, অ্যাডভোকেট মুহতাসিন বিল্লাহ মাকিম ও কয়েস আহমেদ।
কমিটি ঘোষণার আগে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার ৭১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি অনুমোদন করেছেন সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও দলের মহাসচিব, সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, একটি সুন্দর কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে দলকে এগিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি মহানগরের ২৭টি ওয়ার্ডের কমিটি গঠন করে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য দায়িত্ব প্রাপ্ত নেতাদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিও নিতে হবে। দলকে সুসংগঠিত করে পল্লীবন্ধুর নেতৃত্বে জনগণের রায় নিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D