ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২৩

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

দিল্লি : ভারতের উড়িষ্যা রাজ্যে একটি হাসপাতালে সৃষ্ট আগুনে অন্তত ২৩ জন মারা গেছে। এছাড়া আগুনে আরো বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছে।

বিবিসি জানিয়েছে, সোমবার রাতে ভুবেনশ্বরের বেসরকারি এসইউএম হাসপাতালে ডালাইসিস ওয়ার্ড থেকে আগুনের সূচনা ঘটে। সম্ভবত শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে।

বেশির ভাগের মৃত্যু ঘটে ধোঁয়ায় শ্বাস নিতে না পারায়। দমকল বাহিনী দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ভারতে হাসপাতালে আগুন লাগার ঘটনা বিরল নয়। ২০১১ সালে কলকাতার এএমআরআই হাসপাতালে লাগা আগুনে ৮৫ রোগীসহ ৮৯ জন মারা গিয়েছিল।