আশুরা উপলক্ষে তারান্নুম শিল্পীগোষ্ঠীর আলোচনা সভা

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন
              ——জাহেদুর রহমান চৌধুরী
সিলেট সংস্কৃতিক কেন্দ্রের পরিচালক, প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরী বলেন, কারবালার বিয়োগান্ত ঘটনা ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে এক সত্য ও ন্যায় পন্থীদের আপোষহীন প্রতিবাদ, শহীদ ইমাম হাসান ও হোসাইনের আত্মত্যাগের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে সমাজ থেকে জুলুম-নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি গতকাল তারান্নুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, তিনি আরো বলেন ১০ই মহররম শুধু কারবালার ঘটনা নয়; আরো অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়।
তারান্নুম শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা প্রভাষক নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ক্বারী সুলতান মনসুরের পরিচালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন তারান্নুম শিল্পী গোষ্ঠীর সভাপতি আহমদ হোসাইন, বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস সবুর, হাফিজ আতিকুর রহমান, এডজুটেন্ট আনিসুর রহমান প্রমুখ। সংগীত পরিবেশন করে মোঃ তাজুল ইসলাম ও মুশাহিদুল ইসলাম নাবিল।
অনুষ্ঠান শেষে মাওলানা মাহবুবুর রহমান এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট