২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেছনে পেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনন্য অবদানের জন্য শ্রেষ্ঠ ডিজিটাল বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড- ২০১৯ পুরস্কার পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, কম্পিউটার কোর্সকে সবার জন্য বাধ্যতামূলক করা, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ক্লাস উপস্থিতি সিস্টেম এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বায়োমেট্রিক উপস্থিতি সিস্টেম চালু, রোবট ‘লি’ ও ‘রিবো’ তৈরীর জন্য শাবিপ্রবিকে এ পুরষ্কারে মনোনীত করা হয়। এসময় তিনি বলেন, ডিজিটাল বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমরা ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ পুরস্কার উপকমিটির কাছে বিশ্ববিদ্যালয়ের ডিজিটালাইজড ক্যাম্পাস সম্পর্কে ২৬ টি পয়েন্ট পাঠাই। পরবর্তীতে তারা এর মধ্যে ৩ টি পয়েন্ট বাছাই করে এ পুরস্কারের জন্য মনোনীত করে আমাদের বিশ্ববিদ্যালয়কে।
তিনি আরো বলেন, বুধবার রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অ্যাওয়ার্ড প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান।
প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে বিশেষ অবদানের ২ বছর আগে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ পুরস্কার পেয়েছিলো বিশ্ববিদ্যালয়টি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D