৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬
সেতুবন্ধন ২০০২ এর উদ্যোগে সিলেট মদন মোহন কলেজের ২০০০-০১ শিক্ষাবর্ষের এবং ২০০২ বিএ এবং বিএসএস ব্যাচ এর প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী বুধবার (১২ই অক্টোবর) বিকেল ৩টায় সুরমা রিভার ক্রুজ-এ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মদন মোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ আতাউর রহমান পীর। প্রাক্তন ছাত্রছাত্রীরা এদিন তাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে আনন্দঘন একটি দিন কাটাবেন। এলক্ষ্যে দেশে ও বিদেশে অবস্থানরত প্রাক্তন ছাত্রছাত্রীরা কয়েক দফা প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন।মদন মোহন কলেজের ২০০০-০১ শিক্ষাবর্ষের এবং ২০০২ বিএ এবং বিএসএস ব্যাচ এর প্রাক্তন ছাত্র ছাত্রীদের পরিবার নিয়ে যোগদানের অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে- ০১৭১১-৭০০৫৬০, ০১৭১২-১৭৭৭১৩ এবং ০১৭১২-৬৮৭৬০৬ এই নম্বরগুলোতে ফোন করে। যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন তারা যথাসময়ে সুরমা কীন ব্রিজের নিচে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D