রহিমকে মানবজমিনের সিলেট ব্যুরো প্রধানের পদে বহাল রাখার নির্দেশ শ্রম আদালতের

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

সাংবাদিক এমএ রহিমকে দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধানের পদে বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে বকেয়া সকল বেতন ভাতা পরিশোধেরও নির্দেশ দেওয়া হয়।

গত ৪ অক্টোবর চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতের বিজ্ঞ চেয়ারম্যান ওই রায় ঘোষণা করেছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সাংবাদিক এমএ রহিম।

দৈনিক মানবজমিনের সিলেটের ব্যুরো প্রধান এমএ রহিম ২০১০ সালের ১১ অক্টোবর চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতে মামলাটি দায়ের করেন। মামলা নং আইআর ৩৫/১০।

মামলায় এমএ রহিম তার আরজিতে বলেন, মানবজমিন কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই তাকে কর্ম থেকে মৌখিকভাবে বিরত রেখেছেন। স্থায়ীভাবে তাকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়নি। বাদী এসব বিষয় নিয়ে বারবার মানবজমিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেন।

বাদি এমএ রহিমের পক্ষে এডভোকেট সুখময় চক্রবর্তী ও বিবাদী পক্ষে এডভোকেট আশিষ কুমার দত্ত মামলাটি পরিচালনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট