৪নং খাদিমপাড়া ১ম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত ড.এ.কে আব্দুল মোমেন বলেছেন, খেলাধুলা মন ও স্বাস্থ্যকে ভাল রাখে। বাংলাদেশ এখন খেলাধুলার ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে। ক্রীড়াঙ্গণে এ সাফল্য বিশ্বজুড়ে তাক করার মতো। আমাদের এ গৌরব ধরে রাখতে প্রতিটি ইউনিয়নে এভাবে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে হবে। একসময় তারা জাতীয় পর্যায়ে ও আন্তর্জাতিক পর্যায়ে খেলে দেশ ও জাতির সুনাম বয়ে আনবে বলে আমি মনে করি। খেলাধুলা মন বিকাশ সহ একে অন্যের সাথে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে সহযোগিতা করে।

তিনি শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ১ম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এড. আফছর আহমদের সভাপতিত্বে  ও শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক এসএম নুনু মিয়া, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. মিলন মিয়া, মতিউর রহমান রিপন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন আনু, কবির আহমদ, বদরুল ইসলাম আজাদ, আলী আহমদ জাকির, মো. মোছাব্বির আহমদ, নিজাম উদ্দিন, ফাতেমা আক্তার পারুল, সাজেদা আক্তার, জুমেরা রহমান জবা।

সিলেট সরকারী কলেজ মাঠে উদ্বোধনী খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আক্কাই, গিয়াস ও শামীম। খেলায় ৯নং ওয়ার্ড ২ গোলে ২ নং ওয়ার্ডকে পরাজিত করে জয় লাভ করে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট