খালেদা জিয়াকে তথ্যমন্ত্রীর ৭২ ঘণ্টার আলটিমেটাম

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

কুষ্টিয়া : সারাদেশে গুম,খুন, জেল, জেল জুলুমের শিকার ও গুলিতে নেতাকর্মীদের তালিকা প্রকাশ করতে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন হাসানুল হক ইনু।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাবিকৃত সারাদেশে জেলে পাঠানো ৭২ হাজার নেতাকর্মী, গুলিতে নিহত ১ হাজার নেতাকর্মী এবং গুম হওয়া ৫০০ নেতাকর্মীর তালিকা প্রকাশ করার জন্য এ আলটিমেটাম দেয়া হয়েছে।

সেই সাথে তালিকা প্রকাশ করতে না পরলে জাতির কাছে খালেদা জিয়াকে মাফ চাইতে বলেছেন তথ্যমন্ত্রী।

শুক্রবার সকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের একটি সড়ক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া ও ফখরুল সাহেবরা মিথ্যাচারের রাজনীতি করছেন। খালেদা জিয়া যদি আগে থেকে বুঝতেন- এতিমের টাকা চুরি করলে, মানুষ পোড়ালে, জঙ্গি হামলা করলে মামলা হয়, তাহলে উনি এ ধরনের অপরাধে লিপ্ত হতেন না। তিনি যদি না বুঝে এসব করে থাকেন সেটা তার ভুল।’

কোনো রাজনৈতিক দলকেই হয়রানি করা হচ্ছে না এমন দাবি করে মন্ত্রী বলেন, ‘সরকার খালেদা জিয়াসহ কারো বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক পদক্ষেপ নেয়নি।’

তিনি বলেন, ‘যুদ্ধপরাধী ও বঙ্গবন্ধুর খুনিরা ভেবেছিল, তারা পার পেয়ে যাবে, কিন্তু তারা পার পায়নি। ঠিক তেমনি এতিমের টাকা চুরি করার জন্য, মানুষ পোড়ানোর জন্য, জঙ্গি হামলার মামলা থেকে বেগম জিয়াও পার পাবেন না।’

উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্ঠিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট