দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

আর মাত্র কয়েকটা দিন পরেই হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
হিন্দুদের মতে মর্তলোকে আগমন করবেন তাদের দেবী দুর্গা। এবার তাদের দেবীর আগমন এবং প্রস্থান হবে ঘোড়ায় চড়ে।
দেশ বিদেশ থেকে প্রতিবছরই হাজার হাজার মানুষ পূজা দেখতে আসে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে। এর জন্যই এই দূর্গোৎসবকে আরো উপভোগ্য করে তুলতে দিনরাত মন্দির গুলোতে কাজ করে যাচ্ছেন পূজা কমিটির সদস্যরা।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির শ্রীমঙ্গল উপজেলা শাখা সূত্রে জানা যায়, এবছর শ্রীমঙ্গল উপজেলার ১৬৬টি মন্ডপে পূজা হবে। যার মধ্যে ১২টি পারিবারিক পূজা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপগুলোতে বিশেষ নিরাপত্তায় আঈন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির টহল জোরদার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শ্রীমঙ্গলের শান্তি রক্ষার্থে সব সময় কঠোর থাকবে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট