বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে অপপ্রচার আর গুজবে ব্যস্ত : কাদের

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে অপপ্রচার আর গুজবে ব্যস্ত : কাদের

বিএনপি আন্দোলন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যর্থ হয়ে এখন অপপ্রচার আর গুজবে ব্যস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৭ জুলাই) রাজধানীর ধানমণ্ডিতে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কার্যালয় গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি। গুজবের পেছনে বিএনপির হাত রয়েছে। কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে আমরা জানি। বিএনপির মূল পুঁজি অপপ্রচার ও গুজব।

তিনি বলেন, বিদেশে বসে যারা গুজব ও অপপ্রচার চালাচ্ছেন দেশের অপশক্তির হাত তাদের সঙ্গে আছে কি না-তা খতিয়ে দেখা উচিত।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে দলটি বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির অবস্থা এখন রাখাল বালকের মতো। তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার করছে। আন্দোলনে ব্যর্থ হয়ে দলের চেয়ারপারসনকে নিয়ে এখন তারা অপপ্রচার চালাচ্ছে।

সরকার সক্রিয়ভাবে ডেঙ্গু ও বন্যার চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট