ব্যবসায়ী হাজী মুহিবুর রহমানের মৃত্যুতে জেলা বিএনপির শোক

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

সিলেট নগরীর হাসান মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, কুচাই ইউনিয়ন পরিষদের বাব বার নির্বাচিত মেম্বার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর ফুফা, সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট আল আসলাম মুমিনের খালু, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ আখলাকুর রহমানের পিতা, পশিম পাড়া নিবাসী হাজী মুহিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বিএনপি সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ।
শোক বার্তা নেতৃবৃন্দ বলেন, হাজী মুহিবুর রহমান ছিলেন একজন নিষ্ঠাবান সমাজসেবক। তাঁর মৃত্যুতে একাবাসী একজন সমজসেবীকে হারিয়েছে। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা কমিটির সহ সাধারন সম্পাদক মোঃ আখলাকুর রহমান এর পিতার মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ এম শহিদুল ইদলাম শহিদ এডভোকেট, যুগ্ম মহাসচিব সিলেট জেলা সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন, সিনিয়র সহ সভাপতি আশরাফ বখত সহ সভাপতি এডভোকেট তাজ উদ্দিন মাখন, এডভোকেট বদিউল আলম লিটন, এডভোকেট এজাজ উদ্দিন, এডভোকেট তাজ রিহান জামান, এডভোকেট ই¯্রাফিল আলী, নিজাম উদ্দিন জায়গীরদার, এডভোকেট আব্দুস সাদেক লিপন, এডভোকেট নুর আহমদ, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল মোঃ কামরুজ্জামান দিপু, শিহাব উদ্দিন শিহাব। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট