কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির দাফন সম্পন্ন

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় নিহত ৯ জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে ৯ জঙ্গিকে দাফন করা হয়।

এর আগে জুরাইন কবরস্থানের মোয়াজ্জিন তাদের নামাজে জানাজা পড়ান। বেলা সাড়ে ১১টার দিকে আঞ্জুমানের কাছে ৯ জঙ্গির মরদেহ হস্তান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ জানান, ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) বিভাগের মাধ্যমে আঞ্জুমানের কাছে ৯ জঙ্গির মরদেহ হস্তান্তর করা হয়।

গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামে পরিচিত তাজ মঞ্জিলের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৯ জঙ্গি নিহত হন। নিহতদের মধ্যে ৮ জনের আঙ্গুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিভাগের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের পরিবার দীর্ঘদিন ধরে মরদেহ না নেওয়ায় বেওয়ারিশ বা অজ্ঞাত হিসেবেই দাফন করা হচ্ছে জঙ্গিদের মরদেহ।

নিহত জঙ্গিরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বল্লভপুরের সোহরাব আলীর ছেলে আব্দুল্লাহ, টাঙ্গাইলের মধুপুরের নূরুল ইসলামের ছেলে আবু হাকিম নাইম, ঢাকার ধানমণ্ডির রবিউল হকের ছেলে তাজ-উল-হক রাশিক, সাতক্ষীরার তালা উপজেলার ওমরপুরের নাসির উদ্দিন সরদারের ছেলে মতিয়ার রহমান।

আরো রয়েছেন,ঢাকার গুলশানের সাইফুজ্জামান খানের ছেলে আকিফুজ্জামান খান, বারিধারা এলাকার তৌহিদ রউফের ছেলে সাজাদ রউফ অর্ক, নোয়াখালীর সুধারামের মাইজদী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে জোবায়ের হোসেন, রংপুরের পীরগাছা উপজেলার পুরশুরা এলাকার শাহজাহান কবিরের ছেলে রায়হান কবির ওরফে তারেক ওরফে ফারুক।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট