সিলেট ওসমানীতে দুই বান্ধবীর জন্য তিন দিনের শোক : সানজিদার মরদেহ হস্তান্তর

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০১৯

সিলেট ওসমানীতে দুই বান্ধবীর জন্য তিন দিনের শোক : সানজিদার মরদেহ হস্তান্তর

মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় সিলেট নার্সি কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুতে তিনদিনের শোক পালন করা হচ্ছে।

মঙ্গলবার থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলেজে কর্মরত নার্স, শিক্ষক এবং ডাক্তাররা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করছেন। একই সাথে দোয়া ও মাহফিলেরও আয়োজন করা হবে।

এদিকে, নিহত সানজিদা আক্তারের মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর ১২ টায় ওসমানি মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান সানজিদার মায়ের কাছে লাশ হস্তান্তর করেন। নিহত সানজিদার বাড়ি খুলনা জেলার বাগের হাটে।

এর আগে সোমবার বিকেলে সিলেট নার্সিং কলেজের অপর ছাত্রী সানজিদা আক্তারের সহপাঠী ও বান্ধবী ফাহমিদা ইয়াসমিন ইভার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। তবে সানজিদার পরিবারের সদস্যরা সিলেট পৌঁছাতে বিলম্ব হওয়ায় তার মরদেহ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়।

উল্লেখ্য, মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে গতকাল রোববার রাতে লাইনচ্যুত হয় উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত শতাধিক। হতাহত হওয়ার সংখ্যা বাড়তে পারে। ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট