৬ হাজার ৯৬৭ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯

৬ হাজার ৯৬৭ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন

সন্ত্রাস মোকাবেলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ ৬ হাজার ৯৬৭ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আজকের সভায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের দুর্দান্ত জয়ে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম সহ সকল ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

একনেক সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশন এলাকার রাস্তাঘাট সংস্কার, ফুটপাত, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সেই সাথে রেলওয়ের ২১টি মিটারগেজ ডিজেল ইলেক্ট্রনিক লোকোমিটিভ নব রূপায়ন প্রকল্পটিও উপস্থাপন করা হয়। এসময় সরকার প্রধান প্রকল্পগুলোর গুণগত মান নিশ্চিতসহ নির্দিষ্ট সময় শেষ করার তাগিদ দেন।