কার্যালয়ে প্রবেশ করতে পারেননি মিলন, রিজভীর বহিষ্কার দাবি

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯

কার্যালয়ে প্রবেশ করতে পারেননি মিলন, রিজভীর বহিষ্কার দাবি

বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। বেলা সাড়ে বারোটার দিকে মিলন কার্যালয়ে প্রবেশ করতে গেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে বাধা দেয়। এ সময় তারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বহিষ্কার দাবি করে।

ফজলুল হক মিলন বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করতে উদ্যত হলে নেতাকর্মীদের পাল্টা জবাবে তিনি নীরব হয়ে যান।

বিখ্যাত ছাত্রদল নেতাকর্মীরা মিলনকে উদ্দেশ্য করে বলেন, আপনি সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে কাউন্সিলে আপনার জুনিয়রদের ভাইস চেয়ারম্যানসহ অনেককে পদ দেয়া হয়েছে কিন্তু আপনাকে সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। এসব আওয়ামী লীগের চক্রান্ত। দলের মধ্যে যারা সরকারের দালাল রয়েছে তাদের বহিষ্কার করতে হবে। রিজভীকে দল থেকে বের করে দেন তাহলে পার্টি শান্ত হবে। আর কোন সমস্যা থাকবে না দলে।

ফজলুল হক মিলন একপর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের একটা কর্নারে অবস্থান নেন। এছাড়াও নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেমে থেমেই উত্তেজনা সৃষ্টি হচ্ছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট