খাদ্য অধিদফতরের নতুন ডিজি নাজমানারা খানুম

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

খাদ্য অধিদফতরের নতুন ডিজি নাজমানারা খানুম

খাদ্য অধিদফতর ও পরিবেশ অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। তিনি এর আগে সিলেটের বিভাগীয় কমিশনারের দায়িত্বও পালন করেছিলেন।

মঙ্গলবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। অন্যদিকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে থাকা মো. আরিফুর রহমান অপুকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

২০১৭ সালের ১১ জানুয়ারি দেশের প্রথম নারী বিভাগীয় কমিশনার হিসেবে সিলেটের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পান ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম। দীর্ঘ এক বছর দায়িত্বপালনও করেন তিনি। পরে পদোন্নতি পেয়ে বদলি হন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট