তোফায়েল আহমেদ স্কয়ার হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মে ৪, ২০১৯

তোফায়েল আহমেদ স্কয়ার হাসপাতালে ভর্তি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জ্বর ও বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত বৃহস্পতিবার তোফায়েল আহমেদ স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামানের তত্বাবধানে ভর্তি হন।

এ সম্পর্কে ডা. মো. তৌহিদুজ্জামান বলেন, তিনি জ্বর ও কাপনি নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে এ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। কারণ তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। তাকে ৫-৭ দিন এ্যান্টিবায়োটিক দেওয়া হবে। ফলে তাকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। তাছাড়া তাঁর হৃদরোগের বিষয়টিও রয়েছে। তবে ভয়ের কিছু নেই। তার অবস্থা উন্নতির দিকে। তার পুরোপুরি জ্ঞান আছে, কথা বলতে পারছেন। রক্তচাপ ও পালসও ঠিক আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট