সূর্য দীঘল বাড়ির দুই জঙ্গির ৩০ বছর সাজা

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৬

সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া বৃহস্পতিবার এ রায় দেয়।দণ্ডিত দুই আসামি হলেন- মাজেদুল ইসলাম ওরফে হৃদয় ও আজিজুল ইসলাম ওরফে হাফিজ।রায় ঘোষণার সময় তারা দুজনেই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।কারাদণ্ডের পাশাপাশি দুই আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত বছরের সাজার আদেশ দেন বিচারক।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মাসুক আহমদ জানান, ২০০৬ সালের ২ মার্চ সিলেটের পূর্ব শাপলাবাগের সূর্যদীঘল বাড়িতে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান,তার স্ত্রী-সন্তান এবং মাজেদুল ও আজিজুলকে গ্রেপ্তার করা হয়।

ওই ঘটনায় দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় ২০০৬ সালের শেষ দিকে শায়খ আবদুর রহমান, মাজেদুল ও আজিজুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

ঝালকাঠীতে বিচারক হত্যার দায়ে ২০০৭ সালের ৩০ মার্চ শায়খ রহমানসহ ছয় জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। এ কারণে এ মামলা থেকে আবদুর রহামনকে অব‌্যাহতি দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট