এরশাদের ৯০তম জন্মদিন উপলক্ষে কমিটি

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

এরশাদের ৯০তম জন্মদিন উপলক্ষে কমিটি

Manual1 Ad Code

সংসদে বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন পালিত হবে ২০ মার্চ। এ উপলক্ষে ১৫ সদস্যবিশিষ্ট জন্মদিবস উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।

Manual6 Ad Code

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপিকে উদযাপন পরিষদের আহ্বায়ক এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে সদস্যসচিব করা হয়েছে।

পরিষদের অন্যান্য সদস্যরা হচ্ছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আখতার, রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, ইয়াহ ইয়াহ চৌধুরী, নির্বাহী সদস্য সেলিম ওসমান এমপি, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল হক।

Manual6 Ad Code

৯০তম জন্মদিন উপলক্ষে ২০ মার্চ সকাল ১০টায় গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস্ মিলনায়তনে এরশাদের রচিত গ্রন্থ সমগ্র প্রদর্শন করা হবে। আয়োজনে হুসেইন মুহম্মদ এরশাদের কবিতা আবৃত্তি এবং পল্লীবন্ধুর লেখা গান পরিবেশিত হবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code