বিএনপি নেতা আজমল বক্ত সাদেক কারাগারে

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৬

সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আজমল বক্ত সাদেক রবিবার (১৮ সেপ্টেম্বর) সিলেট আদালতে একটি মামলায় হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
তার আইনজীবি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন জানান, তিনি দেশের বাহিরে থাকা অবস্থায় দক্ষিণ সুরমা গাড়ি পুড়ানোর একটি মামলায় ৩ তারিখে হাজির হতে না পারায় সিলেট মহানগর দায়রা জজ আকবার হোসেন মৃধার আদালত তাকে কারাগারের প্রেরণ করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিরোধী জোটের সরকার বিরোধী আন্দোলনের সময় দক্ষিণ সুরমার চণ্ডিপুলের বদিকোনায় ঢাকা-সিলেট মহাসড়কে ‘হবিগঞ্জ সুপার এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
ওই সময় গাড়ীর ভিতরেই দগ্ধ হয়ে মারা যান চিত্রনায়িকা শাবনূরের পিতা কাজী নাসির। এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৮ নেতাকর্মীকে আসামী করে চার্জশিট দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট