১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের আয়োজনে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনি আরও একটা সংলাপ ডাকেন। পরিষ্কার করে বলেন, বেগম খালেদা জিয়ার জামিনের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা করবেন না। পরিষ্কার করে বলে দেন, এদিকে কোনো নাক গলাবেন না। বিচারকে বিচারের মত চলতে দেন। তারপরে দেখি, বেগম খালেদা জিয়ার মুক্তি হয় কিনা। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে ভোট ডাকাতি করেছে এতে পুলিশ ও প্রশাসনের দাবি মেটাতে গিয়ে ডিসি ভার্সেস এসপির খেলা দেখবেন প্রধানমন্ত্রী। এবার প্রশাসন যখন বলবে আমাদের হেলিকপ্টার চাই, অমুক তমুক চাই সে দাবি মেটাতে হিমশিম খাবে প্রধানমন্ত্রী। : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, আমি বিএনপির নেতৃবৃন্দের বারবার বলে আসছি। গতকালকও প্রস্তাব করেছি, আপনাদেরকে রাস্তায় থাকতে হবে। তিনি বলেন, আমি খুশি হতাম বিএনপির ১০০০ মহিলা নেত্রী যদি আজকে দুই ঘন্টার জন্য রাস্তায় বসে থাকতো। তারপরে ৫০টা ট্রাক নিয়ে সারা ঢাকা শহরে ঘুরতো। আর একটা সেøাগান দিত গণতন্ত্র চাই, বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। এটা করতে পারলেই দেশে সুশাসন আসবে আর সুশাসন ছাড়া বাংলাদেশে শান্তি ফিরে আসবে না। : এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, আপনি আপনার দলের মিটিং অবশ্যই করবেন। তবে আপনাদের সিনিয়র নেতাদেরকে সঙ্গে নিয়ে করবেন। ভুলভ্রান্তি সবারই হয়। তবে ধৈর্য ধরতে হবে। কারণ আপনি বাংলাদেশের ভবিষ্যৎ। আপনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীদেরকে ধৈর্য ধরতে হয়। তাড়াহুড়া করবেন না। আপনার দিকে অনেকেই চেয়ে আছে। আপনার সঠিক সিদ্ধান্তে আন্দোলন গড়ে উঠবে। আর আন্দোলন গড়ে না উঠলে সহজে বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন না। : জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের আকাশে অশনি সংকেত দেখা দিয়েছে। তার একটি হল ১২ লাখ রোহিঙ্গা, তাদের মধ্যে ৫ লাখ যুবক যুবতী যাদের জীবনের আশা নেই। তাদেরকে ভাসানচরে রেখে জঙ্গি বন্ধ করতে পারবেন না। বিচার হত্যাকান্ড করে জঙ্গি দমন করতে পারবেন না। বিচারের নামে অবিচার করে জঙ্গি দমন করতে পারবেন না। তাই বিচারকদের বলছি- আপনাদেরকেও একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে সেই সময় আর বেশি দূরে নাই। : মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুাহাম্মদ রহমাতুল্লাহ, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D