৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্থগিত ৩ কেন্দ্রের ভোটগ্রহণের মধ্য দিয়ে এ আসনে জয় নির্ধারণ হয়েছে বিএনপি প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার। তিনি পেয়েছেন ৮৩ হাজার ৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈন পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট। তবে ৩ কেন্দ্রে মঈন পেয়েছেন ২৮৫৫ ভোট। আর বিএনপির উকিল আবদুস সাত্তার ভূঁইয়া পেয়েছেন ১২৭৪ ভোট। বুধবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এই ফলাফল ঘোষণা করেন।
৩০শে ডিসেম্বর অনিয়ম ও সংঘর্ষের কারণে ৩টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। মোট ১৩২টি কেন্দ্রের মধ্যে ৩০শে ডিসেম্বর ১২৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
সেখানে বিএনপির উকিল আবদুস সাত্তার ভূঁইয়া পান ৮২ হাজার ৭২৩। আর মঈন উদ্দিন মঈন পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট। এদিকে ৩৯ হাজার ৪০৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন মহাজোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি গতকাল ৩টি কেন্দ্রে ভোট পেয়েছেন ১০১।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D