শপথ নেননি সিলেটের ২ জন’সহ ঐক্যফ্রন্টের ৭ এমপি

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

শপথ নেননি সিলেটের ২ জন’সহ ঐক্যফ্রন্টের ৭ এমপি

সিলেট বিভাগে নির্বাচিত জাতীয় ঐক্যফ্রন্টের ২ জন সংসদ সদস্য শপথ নেননি। একই সাথে ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপির ৫ জন সংসদ সদস্যও শপথ নেননি।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনের পূর্ব ব্লকের নিচতলায় শপথ গ্রহণ করেন একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা। তাদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে তিনি নিজেও শপথ বাক্য পাঠ করেন।

তবে এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেননি বিএনপি ও গণফোরামের ৭ জন নির্বাচিত জনপ্রতিনিধি।

শপথ না নেয়া সিলেটের ২ এমপি হলেন- মৌলভীবাজার-২ আসনে সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট-২ আসনে মোকাব্বির খান।

আর শপথ না নেয়া বিএনপির নির্বাচিত পাঁচ এমপি হলেন- বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশিদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই ভোটে কারচুপি-জালিয়াতির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলাফল প্রত্যাখ্যান করে জানিয়ে দেন, ‘শপথ নেওয়ার প্রশ্নই আসে না। এই নির্বাচনের ফলাফল আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট