সরকারের কেউ যাতে নির্দেশনা না দিতে পারে সে বিষয়ে পরিপত্র জারি করবে ইসি

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

সরকারের কেউ যাতে নির্দেশনা না দিতে পারে সে বিষয়ে পরিপত্র জারি করবে ইসি

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সরকারি কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট কেউ যাতে আর কোনো নির্দেশনা না দিতে পারে সে বিষয়ে পরিপত্র জারি করবে নির্বাচন কমিশন।

মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হেলালুদ্দীন আহমদ বলেন, উন্নয়ন প্রকল্প অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন ও ত্রাণ বিতরণ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে কমিশন এই নিষেধাজ্ঞা জারি করেছে।

এর আগে দুপুরে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনী নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনে সতর্ক থাকতে হবে পর্যবেক্ষকদের। সেই সঙ্গে রাজনৈতিক দলে সম্পৃক্ত কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে সোমবার বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমে ‘থ্যাংক ইউ পিএম’ নামে যে প্রচার বিজ্ঞাপন চলছে তা নিয়ে ইসির কিছু করার নেই বলে জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

সচিব বলেন, ‘যতদূর জানি থ্যাংক ইউ পিএম ফিলারটি বিজ্ঞাপন আকারে চলছে। এ ধরনের প্রচারণা যে কেউই চালাতে পারেন। ইসি সচিব বলেন, রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভিসহ বেসরকারি টিভিতে বিজ্ঞাপন আকারে প্রচারণা হওয়ায় এটি নিয়ে ইসির কিছু করার নেই।’

ইসি সচিব বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাগানো আগাম নির্বাচনী সামগ্রী গতরাতের মধ্যেই সরিয়ে ফেলার নির্দেশনা ছিল। যারা এখনও ইসির এ নির্দেশ মানেননি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা করা হবে। এর অংশ হিসেবে এরই মধ্যে ইসি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ ইসির নির্দেশনা মেনে এখন দোষীদের বিরুদ্ধে আইন অনুসারে জরিমানা আদায় করবে।’

এদিকে পুলিশের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান ইসিতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও সচিব হেলালুদ্দীন আহমেদের সঙ্গে বৈঠক করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট