শেখ হাসিনা একাই শেখ মুজিবের কন্যা নন, আমিও তার রাজনৈতিক পুত্র

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮

শেখ হাসিনা একাই শেখ মুজিবের কন্যা নন, আমিও তার রাজনৈতিক পুত্র

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আপনি একাই শেখ মুজিবের কন্যা নন, আমিও শেখ মুজিবের রাজনৈতিক পুত্র। আমার গায়ে তার রক্ত নাই কিন্তু তার আদর্শ রয়েছে।’

আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবন দ্বীপ-কুড়ি-কুশি কুটিরে আয়োজিত টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে ‘১৯৯৯ সালের ১৫ নভেম্বর ভোট ডাকাতি দিবস’ পালন অনুষ্ঠানে এক আলোচনার সভায় এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

বঙ্গবীর বলেন, ‘আমি নির্বাচন করতে চাই না, ভোটেও দাঁড়াতে চাই না। তবে সারা বাংলাদেশে বীরের মতো ঘুরে শেখ হাসিনাকে দেখিয়ে দিতে চাই, আপনি একাই শেখ মুজিবের কন্যা নন আমিও শেখ মুজিবের রাজনৈতিক পুত্র। আমার গায়ে তার রক্ত নাই কিন্তু তার আদর্শ রয়েছে।’

আলোচনার সভায় কারাগারে বন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়েও আলোচনা করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘বাংলাদেশে অত বড় কারাগার নাই যেখানে খালেদা জিয়াকে আটকে রাখা যাবে।’ এ সময় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আজ থেকে এই ধানের শীষ বিএনপির ধানের শীষ না, এই ধানের শীষ ঐক্যফ্রন্টের ধানের শীষ। এই ধানের শীষ সারা বাংলাদেশের মানুষের প্রতীক।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বঙ্গবীর আরও বলেন, ‘অনেক লাঞ্ছিত হয়েছি, গালাগাল শুনেছি। মুক্তিযোদ্ধাদের জন্য মাত্র দুই হাজার টাকা সম্মানী চেয়েছিলাম। আপনি বলেছিলেন পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এখন কিন্তু মুক্তিযোদ্ধাদের ১০ হাজার টাকা দিতে হয়।’

প্রতিরোধযোদ্ধাদের মিলনমেলার চিঠি দিয়ে উত্তর পাইনি মন্তব্য করে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘৭৫ সালের প্রতিরোধযোদ্ধাদের মিলনমেলার জন্য চিঠি দিয়েছিলাম। আপনি আমার চিঠির উত্তর দেননি। আগামী ৩১ তারিখ আওয়ামী লীগের কোনো সরকার থাকবে না, তখন কিন্তু আমার কাছে চিঠি নিয়ে আসবেন।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় যাওয়া আমাদের লক্ষ্য নয়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এই লক্ষ্য সামনে রেখে আমরা ড. কামালের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছি।’

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতালীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার (বীর প্রতিক), এডভোকেট রফিকুল ইসলাম, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, সখীপুুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, আব্দুল হালিম সরকার লাল, শরীফ হোসেন পাপ্পু, মীর জুলফিকার শামীম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট