কানাইঘাটে নাশকতার অভিযোগে গ্রেফতার ৫

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮

কানাইঘাটে নাশকতার অভিযোগে গ্রেফতার ৫

কানাইঘাটে নাশকতার অভিযোগে জামায়াতে ইসলামের সাবেক ইউপি আমীরসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, রাত ১০ টায় স্থানীয় সড়কের বাজার থেকে উপজেলার দিঘীরপাড় ইউপি’র জামায়াতের সাবেক আমীর আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। অপর দিকে গভীর রাতে অভিযান চালিয়ে সি.আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার বড়চতুল ইউপি’র দলকিরাই গ্রামের রফিকুল হকের পুত্র জসিম উদ্দিন, মৃত আনজব আলীর পুত্র রফিকুল হক, মন্তাজ আলীর পুত্র জামাল উদ্দিন ও ফয়াজ আলীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. নুনু মিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট