নির্বাচনে অংশ নেয়া না নেয়ার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ম্যারাথন বৈঠকে বিএনপি

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮

নির্বাচনে অংশ নেয়া না নেয়ার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ম্যারাথন বৈঠকে বিএনপি

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক শুরু হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত রয়েছেন।

স্থায়ী কমিটির বৈঠক শেষে সেখানে বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে স্থায়ী কমিটির নেওয়া সিদ্ধান্ত তুলে ধরা হবে। এরপর জোটের শরিকরা একমত হলে সেগুলো জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে তুলে ধরা হবে।

এদিকে রাত ৮টায় একই কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিএনপির নেতারা ওই দুই বৈঠকের সিদ্ধান্ত জানাবেন ঐক্যফ্রন্টের নেতাদের।