সিরাজ নগর জামেয়া মসজিদের দায়িত্ব হস্থান্তর করলেন মাসুম

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬

৮ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার : আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ মাসুদ আলী মাসুম , সাং -সিরাজ নগর  পোঃ খাদিম নগর থানা শাহপরান (রঃ) , জেলা  সিলেট ।

সিরাজ নগর জামেয়া  মসজিদে দীর্ঘদিন যাবত থেকে প্রথমে জয়েন সেক্রেটারি পরবর্তীতে সেক্রেটারির দায়িত্ব পালন করি , এমতাবস্থায় আমার পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা দেখা দিলে আমি মসজিদের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারায় ১৫/০৭/২০১৬ইং তারিখে মসজিদের কমিটি ও এলাকার মুরব্বিয়ান ও যুব সমাজকে নিয়ে মসজিদের এক বৎসরের আয় ব্যয়ের ৩০/০৬/২০১৬ ইং হইতে ৩০/০৭/২০১৬ ইং  পর্যন্ত হিসাব করাইয়া এলাকার জনসম্মুখে উপস্থাপন করিয়া ৩০/০৬/২০১৫ হইতে ৩০/০৭/২০১৬ইং পর্যন্ত বিভিন্ন খাতে আয় হয় ১১২৮০৭ টাকা এবং বিভিন্ন খাতে ব্যয় হয় ৯৪৬০৩ টাকা ।সব কিছু বাদ দিয়ে মসজিদের ক্যাশ রহিল ১৮৩৯১ টাকা । আমার কাছে থাকা সমস্ত মসজিদের খাতাপত্র রিসিট বই কমিটির কাছে হস্তান্তর করিলাম । আমার কাছে আর মসজিদের দেনা পাওনা বা কোন কাগজ পত্র রহিল না ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট