অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েবের রোগমুক্তি কামনায় দক্ষিণ সুরমা কৃষক দল

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৬

৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার : দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের উদ্যোগে উপজেলা বিএনপির সহ সভাপতি, এম. সাইফুর রহমান বিজনেজ ম্যানেজম্যান্ট কলেজের অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান শোয়েবের আশু রোগমুক্তি কামনায় গতকাল ৭ সেপ্টেম্বর বুধবার বাদ আছর দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্ট জামে মসজিদের এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, হাজী আছাদ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি শাহ মোজাম্মেল আলী, সিলেট জেলা যুবদলের প্রচার সম্পাদক আলী আহমদ হীরা, কৃষক দলের সহ সভাপতি শাহ আবুল হোসেন মজনু, বিএনপি নেতা আতাউর রহমান কাচা মিয়া, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাহেদ আহমদ, জেলা যুবদল নেতা আব্দুল মুকিত সুমেল, জেলা ছাত্রদল নেতা নজরুল ইসলাম, আজাদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা প্রভাষক জুবায়ের আহমদ জুবের, কৃষকদল নেতা আবুল হোসেন, আরমান আলী, আব্দুল কাদির, মঈন উদ্দিন, আজমল হোসেন খান, জেলা তরুণ দল নেতা কামাল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা সামছুল ইসলাম টিটু, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম, সদর উপজেলা যুবদল নেতা শামসুদ্দীন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা এ.এম শামীম, কাওছার আহমদ নামর, লায়েক আহমদ, ইমন শাহ, দিলওয়ার হোসেন দিলু, নাহিদ আলম দুলাল, দুদু মিয়া, মুনাঈম খান মুন্নু, সেলিম আহমদ, মুক্তার আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা জায়েদ আহমদ, লিটন আহমদ, রাবেল আহমদ, জাকির হোসেন, ফয়েজ আহমদ, কামাল আহমদ, ছালেক আহমদ, শাহজাহান প্রমুখ।
অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান শোয়েবের সুস্থতা কামান করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কদমতলী পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাহফুজুর রহমান।
উল্লেখ্য, অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান শোয়েবের হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ ইউরো-বাংলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার অপারেশনের মাধ্যমে তার হার্টে রিং লাগানো হয়েছে। -বিজ্ঞপ্তি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট