১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৬
সিলেটের ৪০ জন অসহায় ও দরিদ্র নারীকে সেলাই প্রশিক্ষণ ও সনদ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিলো আরএফ টেইলার্স ও বুটিকস।
বুধবার (০৭ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণপ্রান্ত নারীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও নারী উদ্যোক্তা ফাতেমা জান্নাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক কাউন্সিলর জগদিশ চন্দ্র দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় যুব পদকপ্রাপ্ত সংগঠক আব্দুল আহাদ শাহীন।
আরএফ টেইলার্স ও বুটিকসের সত্ত্বাধিকারী ও নারী উদ্যোক্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে ও আফিকুর রহমান আফিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারী উদ্যোক্তা অমিতা তালুকদার, নারী উদ্যোক্তা আমিনা বেগম, শামীমা আক্তার, সমাজসেবক প্রতিময় ঘোষসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন- নারী উদ্যোক্তা ফাতেমা জান্নাত একান্ত নিজ উদ্যোগে ৪০ জন নারীকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। দেশের দারিদ্র্য বিমোচন ও নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
এমন উদ্যোগে সহযোগিতা করতে সামর্থ্যবানদের এগিয়ে আসার অনুরোধ জানান ফাতেমা জান্নাত।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D