প্রশ্ন ফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮

প্রশ্ন ফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নফাঁস ছাড়াই সারাদেশে সুষ্ঠুভাবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে।

প্রশ্নফাঁসের মত অপকর্ম ঠেকাতে যা যা করণীয় তাই করা হয়েছে এবং এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিন রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে শিক্ষামন্ত্রী মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

তিনি আরও বলেন, পরীক্ষার জন্য নির্বাচন কমিশন আমাদের সময় নির্ধারণ করে দিয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই এ বছরের এসএসসি পরীক্ষার কার্যক্রম শেষ করা হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট